দুঃখ-হতাশা আর যন্ত্রনা; এ সব মাশরাফির ব্যাকরণে নেই। ইনজুরি যাকে টলাতে পারে না, তাকে কী আর না পারার বেদনা পোড়াতে পারে? পারে না কখনো। তাকে জিরো নাম্বার জার্সি পরিয়েও আটকিয়ে রাখা যাবে না। জিরো থেকে কিভাবে হিরো হতে হয় সেটা ভালো করেই জানেন মাশরাফি!
মাশরাফি তো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা বস্। আগামী একশো বছরেও এমন একজন মাশরাফি জন্ম নিবে কি-না সেটা বলা অনিশ্চিত! আর কে ই বা বলবে মাশরাফি অবসর নিয়েছেন, আছে কার হিম্মত? মাশরাফি তো এবারও জিরো থেকে হিরো হবে!