web stats প্রয়াত নায়ক মান্নার ভক্ত জায়েদ খান!

শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ৩ আশ্বিন ১৪২৮

প্রয়াত নায়ক মান্নার ভক্ত জায়েদ খান!

নায়ক মান্নার অন্ধ ভক্ত গ্রামের এক সাধারণ কিশোর। স্বপ্নের নায়কের কোন ছবিই মিস করতে চায় না সে। আর তাতেই বাঁধে বিপত্তি।এমন এক মান্না ভক্তের কাহিনী নিয়ে প্রখ্যাত পরিচালক মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’ ছবিতে জুটি বেঁধেছেন সময়ের জনপ্রিয় দুই অভিনেতা জায়েদ খান ও পরীমনি।

ছবিটি মুক্তি পাচ্ছে ১৫ ডিসেম্বর। আর মুক্তির আগে চলে এসেছে চমক জাগানো এক ট্রেলার।

৪ মিনিট ১৪ সেকেন্ডের সেই ট্রেলারে দেখা যায় মান্নার ছবি দেখার অপরাধে মার খাচ্ছে আলাল নামের এক কিশোর। গ্রামে চোর হিসেবেও তার বদনাম আছে। এক পর্যায়ে সেই কিশোর সমাজের বঞ্চনা সহ্য করে বড় হয়। অপরাধ জগতে জড়িয়ে পড়ে। তার রক্ত ঝড়ানোর নেশা বাড়তে থাকে। খবর আসে তার প্রিয় নায়ক মান্না আর নেই। কান্নায় ভেঙ্গে পড়ে সে যুবক।

নায়িকা পরীমনির সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। সাক্ষাৎ ঘটে আরো নতুন নতুন মানুষের সাথে। সে জানায়, ‘তার জীবনের গল্প অনেকটা ঠিক ধুলোর মতো’। ছবির বেশ কিছু গানের অংশ বিশেষও দেখানো হয় ট্রেলারে।

এছাড়া নায়ক মান্না অভিনীত ছবিগুলোর বেশ কিছু দৃশ্যও রাখা হয়েছে ট্রেলারে। সব মিলিয়ে ছবিটি নিয়ে দারুণ আশাবাদী সবাই। ছবির টাইটেল গানসহ সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল।

টানা ৪৯ দিন আউটডোর শুটিং করে রেকর্ড করে ফেলেছে আলোচিত এ ছবিটি। ছবির দৃশ্যধারণ করা হয়েছে পিরোজপুর, মংলা আর সুন্দরবনে।

মজার বিষয় হলো পিরোজপুরের মঠবাড়িয়া গ্রামটিতেই কেটেছে নায়িকা পরীমনির শৈশব আর ছবির শুটিং ও হয়েছে সেখানেই।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com