রিয়াদের খুলনা ও মাশরাফির রংপুরের লড়াই শুরু হয়েছে। রংপুরের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে খুলনার নেতৃত্ব দিচ্ছেন রিয়াদ।
মাশরাফির দল টস জিতে ফিল্ডিং নেয়। পরে বাধ্য হয়েই ব্যাট করতে নামে খুলনা। দারুণ প্রতিযোগিতা হচ্ছে শুরুতেই।
শান্ত ও আফিফের বিদায়ের পর ব্যাট করতে নামেন রিয়াদ। এদিন রিয়াদ এক টুকরো ঝড় তুলেন। ব্যাট হাতে ছক্কার ঝড় তুলে বিদায় নিলেন রিয়াদ। ৫ বলে ২০ রানের ইনিংস খেলেন তিনি। তাতে ২টি ছক্কা ও ২টি চার মারেন তিনি।
নিজের ৬ নম্বরের বল মোকাবেলা করতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। শেষ খবরে ৯ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ৬৭ রান করেছে খুলনা।