web stats যদি বিয়েই না হয় তবে কেন সপরিবারে ইতালি গেলেন আনুশকা?

সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮

যদি বিয়েই না হয় তবে কেন সপরিবারে ইতালি গেলেন আনুশকা?

বুধবার থেকেই বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের খবর নিয়ে উপমহাদেশে হইচই চলছে। আর কয়েকদিনের মধ্যেই ইতালিতে বিয়ে করতে যাচ্ছেন বিরুষ্কা জুটি, খবর ছড়িয়েছে এমনই।

যদিও আনুশকার মিডিয়া ম্যানেজার এই ঘটনা অস্বীকার করেছেন। এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। বিয়ের গুঞ্জনের মধ্যেই কি সপরিবার ইতালি যাত্রায় আনুশকা যদিও গুজব চলছেই। ইতালিতেই বিয়ে করছেন বিরাট-আনুশকা, খবর তেমনই। সেই গুঞ্জনকে উসকে দিয়েই সপরিবারের মুম্বাই বিমানবন্দরে বড় বড় লাগেজ ব্যাগ নিয়ে দেখা গেল আনুশকা শর্মাকে। সঙ্গে ছিল তাঁর পরিবারের সদস্যরাও।

আনুশকাকে পেয়েই ছেঁকে ধরেন সাংবাদিকরা। প্রশ্নবাণ ধেয়ে আসতে থাকে। তবে তিনি মুখ খোলেননি।

সঙ্গে ছিলেন তাঁর বাবা অজয় কুমার শর্মা, মা অসীমা শর্মা ও ভাই কর্ণেশ শর্মা। বৃহস্পতিবার রাতে মুম্বাই বিমানবন্দরে শত প্রশ্নের সামনেও এরা মুখ খোলেননি। লাগেজ নিয়ে সোজা ঢুকে গিয়েছেন বিমানবন্দরের ভিতরে।
গতবছর থেকেই বিরাট-আনুশকার বিয়ের খবর নিয়ে জল্পনা চলছে। দুদিন আগে খবর আসে দুজনে ইতালিতে আগামী ১২ তারিখ বিয়ে করবেন। তারপরে সেই খবর গুজব বলে উড়িয়ে দেওয়া হয়। তবে সপরিবারের আনুশকার বিমান সফর ফের সেই অনুমানকেই উসকে দিল।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com