web stats বুড়ো বয়সে ধোনির নতুন হেয়ারস্টাইল নিয়ে মুখরোচক আলোচনা

মঙ্গলবার, ১১ মে ২০২১, ২৮ বৈশাখ ১৪২৮

বুড়ো বয়সে ধোনির নতুন হেয়ারস্টাইল নিয়ে মুখরোচক আলোচনা

বয়স তো কেবল একটা সংখ্যা, আসল তারুণ্য তো মনেই বসত করে। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও নিজের স্টাইলিশ তকমায় কোনো ঘাটতি রাখতে চান না সাবেক ভারত অধিনায়ক। তাই এবার নতুন হেয়ার স্টাইলে হাজির হলেন তিনি। তার হেয়ার স্টাইল এখন সোশ্যাল সাইট মুখরোচক আলোচনার বিষয়।

সদ্য যখন আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন, লম্বা চুলের ধোনি স্টাইল স্টেটমেন্টে গোটা দেশের যুব সমাজের কাছে আইকন হয়ে উঠেছিলেন। সেই ধোনিই আবার বিশ্বকাপ জয়ের পর ছোট করে ছাঁটা চুলেই এতদিন দেখা গিয়েছিল তাকে। মাঝে আইপিএলের সময় দুই পাশ দিয়ে ছাঁটা নতুন লুকে হাজির হয়েছিলেন

এখন টেস্ট থেকে অবসরে। সীমিত ওভারের ক্রিকেট থেকেও কবে সরে দাঁড়াবেন তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। এর মাঝেই নতুন লুকে হাজির ধোনি। সোশ্যাল মিডিয়ায় ধোনির এক ফ্যান পেজ থেকে ধোনির সাদা-কালো ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে ধোনিকে দেখা যাচ্ছে কোনো এক বিজ্ঞাপনী শ্যুটিংয়ের সময় এক ভক্তের সঙ্গে সেলফি তুলতে।

নতুন হেয়ার স্টাইলের ধোনিই এখন ভাইরাল সোশ্যাল দুনিয়ায়। ধোনির নতুন এই লুক আলোড়ন তুলেছে ভক্তদের মধ্যেও। বলা হচ্ছে, এখনও পর্যন্ত এটাই ধোনির সেরা হেয়ারস্টাইল।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com