web stats নওগায়র আত্রাইয়ে জন্ম নিল সাতপা ওয়ালা গাভীর বাছুর

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১, ১৪ মাঘ ১৪২৭

নওগায়র আত্রাইয়ে জন্ম নিল সাতপা ওয়ালা গাভীর বাছুর

নওগাঁর আত্রাইয়ে এইবার গাভী প্রসব করল ৭ পা ওয়ালা গরুর বাছুর। বুধবার বিকেলে উপজেলার জামগ্রামে গাভীটি বাছুরের জন্ম দেয়। গাভীর মালিক নয়ন কুমার বলেন,বিকেলে গাভীটি বাড়িতে বাছুর প্রসব করে। প্রসবের পর দেখা যায় বাছুরটির শরীর জুড়ে মোট সাতটি পা রয়েছে। পেছনে এবং সামনের পা ঠিক থাকলেও ঘাড়ের ডান দিকে দু’টি পা ও বা দিকে আরও একটি অতিরিক্ত পা আছে। তবে বাছুরটি বর্তমানে সুস্থ রয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com