web stats অপুর বাসার সামনে গণমাধ্যম কর্মীর ভিড়

শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ৩ আশ্বিন ১৪২৮

অপুর বাসার সামনে গণমাধ্যম কর্মীর ভিড়

অপু বিশ্বাস-শাকিব খানের ডিভোর্সের বিষয়টি নিয়ে সবিস্তারে জানতে সাংবাদিকেরা ভিড় করেছেন অপু বিশ্বাসের বাসার সামনে। অপুকে ফোনে পাওয়া যাচ্ছে না।

এজন্য গণমাধ্যম তার বক্তব্য নিতে পারছে না।
এদিকে, শাকিব খান ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন গত ৩০ নভেম্বর ডিভোর্সের চিঠিটি পাঠানো হয়েছে। কিন্তু অপু বিশ্বাস চিঠিটি গ্রহণ করেননি বলে জানা গেছে। এমনকী বাসার দারয়ানও চিঠি গ্রহণ করতে সম্মত নন।

সোমবার বিকেলে অপু বিশ্বাসের নিকট ডিভোর্সের চিঠি পাঠানো হয়েছে- এমন খবর প্রকাশ হওয়ার পর থেকেই গণমাধ্যমকর্মীরা অপুর বাসার সামনে ভিড় করছেন।

দারোয়ান মিলন মিয়া

তবে বাসায় অপু নেই বলে জানিয়েছেন দারোয়ান মিলন মিয়া। তিনি বলেন, আমার ডিউটি দুপুর দুইটা থেকে ছিল। আমি আসার পর থেকে উনাকে দেখি নি। তবে সাংবাদিক ভাইয়েরা আসার পর খবর নিয়েছি তিনি সকালে বেরিয়ে গেছেন।

শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়ের ৮ বছরের মাথায় তাদের কোল জুড়ে আসে এক পুত্রসন্তান। তার নাম আব্রাহাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে জয়ের জন্ম হয়।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com