পপির বয়স কত? এমন প্রশ্নের জবাবে খোদ পপিই ভ্রু কুঁচকে ফেলেন! ভাবখানা এমন-এই মা…হিসাব করা হয়নি তো। তারপর হয়ত কমিয়ে কামিয়ে চল্লিশের কিছু নিচে বলে একটা ধারণা দিয়ে নিজের মনকে সান্ত্বনা দেন। আর প্রশ্নকর্তাকে বলেন, এটা কেমন প্রশ্ন? প্রশ্নের জবাবে প্রশ্ন হওয়ায় উত্তর থেকে যায় অধরা। তবে ধারণাটা একটু স্পষ্টই করা যায়। পপির প্রথম সিনেমা কুলির শুটিং যখন শুরু হয় সেটা ছিল ১৯৯৬ সাল।
সেই হিসেবে পপির ক্যারিয়ারের বয়স ২১ বছরেরও বেশি। আর তিনি যখন সিনেমায় আসেন তখন যদি তার বয়স হয় ২২ বছর, তাহলে পরিসংখ্যানবিদ ছাড়াই যোগফল দাঁড়ায় ৪৩। যেকোনো নারীর বিয়ের বিষয়ে স্বপ্ন-সুন্দার একটি সংসার, বাচ্চাকাচ্চা। সেই দিক দিয়ে এই স্বপ্ন পপির ঘুমের দরজা দিয়ে ঢুকছে বলে মনে হয় না।
পপিকে প্রশ্ন করা হয়েছিল-বিয়ে নিয়ে কী ভাবছেন? পপির উত্তর-‘ধুর, আর বিয়ে। এ নিয়ে ভাবাভাবি বন্ধ।’ তবে পপির শুভাকাঙ্খীদের অনেকেই বলছেন-পপির আর বিয়ের বয়স নেই! জোর গুজব ছিল শাকিল খানের সঙ্গে পপির বিয়ে হয়েছে। পপিই মনে হয় দেশীয় সিনেমার প্রথম নারী অভিনেত্রী, যার খেতাব হতে পারে-আজীবন ব্যাচেলর নায়িকা।