প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার। বাবা, মা এবং ভাইয়ের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করেন মানুষী।
ট্র্যাডিশনাল পোশাক আনারকলিতে সেজে এবং চুলে নিচু করে খোপা বেঁধেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান মানুষী। সঙ্গে ছিল তাঁর পছন্দসই কানের দুল। মানুষীর সঙ্গে দেখা করার পর সেই ছবি টুইট করেন প্রধানমন্ত্রী। বিশ্ব সুন্দরী খেতাব জয়ের জন্য মানুষীকে শুভেচ্ছা জানান তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সেই ছবি পোস্ট করেছেন মানুষীও।
সম্প্রতি ১৯ বছর বয়সে বিশ্ব সুন্দরীর খেতাব জয় করেন মানুষী চিল্লার। ডাক্তারির ছাত্রী মানুষী মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পরও চিকিত্সক হতে চান বলে জানিয়েছেন। তবে ২০১৮ সালে সলমন খানের বিপরীতে মানুষী চিল্লারকে অভিনয় করতে দেখা যাবে বলে বি টাউনের গুঞ্জন। সালমানের খানের প্রোডাকশনের তরফেও মানুষীকে লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে।