web stats সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের কুলখানি ৬ ডিসেম্বর

রবিবার, ২৪ জানুয়ারি ২০২১, ১০ মাঘ ১৪২৭

সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের কুলখানি ৬ ডিসেম্বর

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের কুলখানি আগামী বুধবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এই দিন বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এই কুলখানি অনুষ্ঠিত হবে। খবর বাসসের।

শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে মেয়র আনিসুল হকের জানাজা নামাজের আগে এ কথা জানান তার ছেলে নাভিদুল হক।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের দ্য ওয়েলিংটন হাসপাতালে মারা যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। শনিবার (২ ডিসেম্বর) বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে, আর্মি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com