‘আমার বাবা একজন মুসলিম, আমার মা একজন হিন্দু এবং আমি একজন মানব সন্তান।’
ভারতের শীর্ষস্থানীয় সংবাদপত্র হিন্দুস্তান টাইমস-এর ইয়ুথ লিডারশিপের বক্তা হিসেবে হাজির হয়ে এমনটাই বললেন সালমান খান।
সালমান জানান, তার বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। তার মা সুশীলা চরক একজন হিন্দু ধর্মাবলম্বী। একারণে সালমানদের বাড়িতে ঈদের পাশাপাশি পালিত হয় পূজাও।
মুসলিম হয়ে পূজা করার জন্য এর আগে অনেকবারই সমালোচিত হয়েছেন বলিউডের ব্যাডবয়। ধর্মীয় পরিচয়টা এবার নিজেই দিলেন তিনি। এছাড়াও এসময় তিনি বিতর্কিত ‘পদ্মাবতী’ নিয়েও বলেন।
অনুষ্ঠানে পদ্মাবতী প্রসঙ্গে সালমান বলেন, কারও ভাবাবেগে আঘাত করা যেমন ঠিক নয়, ঠিক একইভাবে ছবি না দেখেই মন্তব্য করাও উচিত নয়। পদ্মাবতী বিতর্কে প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটছে। কী ঠিক কী বেঠিক কেউ জানে না। সেন্সর বোর্ড আর সুপ্রিম কোর্টেরই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সেন্সর বোর্ড সরকারি সংস্থা, তারা যে সিদ্ধান্ত নেবে, আমরা তা মেনে নেব।
বর্তমানে সালমান খান ব্যস্ত রয়েছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি নিয়ে। আলী আব্বাস জাফর পরিচালিত ছবিটিতে প্রধান চরিত্রে আরো রয়েছেন ক্যাটরিনা কাইফ।