web stats সালমান শাহ কার মাথায় ছাতা ধরেছিলেন ?

সোমবার, ২ আগস্ট ২০২১, ১৮ শ্রাবণ ১৪২৮

সালমান শাহ কার মাথায় ছাতা ধরেছিলেন ?

সালমান শাহ প্রয়াত হয়েছেন ২১ বছর আগে। আজো তাকে স্মরণ করা হয় সহজাত অভিনয়, সময়ের থেকে এগিয়ে থাকা ফ্যাশন সেন্সের জন্য। নিজের সময়ে সুপারস্টারের মর্যাদা পাওয়া এ নায়ক দর্শকের পাশাপাশি নির্মাতা-অভিনেতাদের স্মৃতিও বর্তমান। তার এক ঝলক শেয়ার করলেন মালেক আফসারী।

এ নির্মাতার ‘এই ঘর এই সংসার’ সিনেমায় অভিনয় করেছিলেন সালমান। মুক্তি পায় সালমানের মৃত্যুর পাঁচ মাস আগে। সিনেমাটির শুটিং নিয়ে অনেক গল্প ফেসবুক ও নানা মাধ্যমে শুনিয়েছিলেন আফসারী। এবার দেখালেন ছবি।

সেই ছবিতে দেখা যায় ক্যামেরায় কাজ করছেন মালেক আফসারী। তার মাথায় ছাতা ধরে আছেন সালমান শাহ।

ছবির ক্যাপশনে আফসারী লেখেন, ‘২১ বছর আগের। এই ঘর এই সংসার-এর শুটিং। আমি ক্যামেরা সেট করছিলাম ভর দুপুরে। হিরো একটা ছাতা এনে ছায়া দেয় আমার মাথার উপর। এতো বড় স্টার হয়েও সালমান শাহ ছিল নিরহংকার। টেকশিয়ানের কাছে নিজেকে ছাত্র মনে করতো। গ্রেট হিরো।’

এদিকে ১৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে মালেক আফসারীর নতুন সিনেমা ‘অন্তর জ্বালা’। ইতোমধ্যে অভিযোগ উঠেছে দক্ষিণ ভারতীয় সিনেমা নকল করেছেন তিনি। তবে এক স্ট্যাটাসে নির্মাতা সাফ সাফ জানিয়েও দিলেন, ‘সাউথ আমার আসল স্কুল।’

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com