ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক আর নেই। বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তার মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার।
এর আগে মেয়র আনিসুল হকের মেয়ে কানিশা হক জানিয়েছিলেন, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে আনিসুল হককে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।
গত ৪ আগস্ট তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করার পর তাকে আইসিইউতে রাখা হয়েছিল। অবস্থার উন্নতি হলে ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে নেয়ার খবর জানিয়ে বিবৃতি দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন। এর এক মাসের মধ্যে আবারো আইসিইউতে নেওয়া হল ৬৫ বছর বয়সী আনিসুল হককে।
নাতির জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান ৬৫ বছর বয়সী আনিসুল হক। তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়েছিলেন। তখন থেকেই লন্ডনে চিকিৎসাধীনছিলো জনপ্রিয় এ ব্যক্তিত্ব।