‘শিকারি’তে প্রথম জুটি বাঁধেন শাকিব আর শ্রাবন্তী। ছবিটি দারুণ ব্যবসা করে।
শাকিব-শ্রাবন্তীর পর্দা রসায়নও বেশ উপভোগ করে দর্শক। কিন্তু এরপর কেটে গেছে দুই বছর। কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করার প্রস্তাব পেলেও পছন্দ হয়নি গল্প কিংবা
নির্মাতা। অবশেষে শাপলা মিডিয়ার ‘বয়ফ্রেন্ড’ ছবিতে ফের কাজ করতে যাচ্ছেন তাঁরা। জানুয়ারি থেকে শুটিং, জানালেন ছবির পরিচালক উত্তম আকাশ। শাকিব খান বলেন, ‘শ্রাবন্তীর অপেক্ষায় ছিলাম, তার সঙ্গে কাজ করব বলে।
প্রযোজক যখন প্রস্তাব দিলেন, তখন আমি নিজে থেকে যোগাযোগ করলাম শ্রাবন্তীর সঙ্গে। সে-ও রাজি হয়ে গেল।
শুধু তা-ই নয়, আমার জন্য অলিখিত শিডিউল দিয়েছে শ্রাবন্তী। যত দিন লাগে শুটিং করতে, তাঁর কোনো আপত্তি নেই। শ্রাবন্তীর ব্যবহারে আমি দারুণ খুশি। আশা করছি,
এবারও আমাদের জুটিকে দর্শক পছন্দ করবে। ’