web stats বাউল বাড়িতে বারী সিদ্দিকীর কুলখানি অনুষ্ঠিত হবে আজ

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১, ৭ মাঘ ১৪২৭

বাউল বাড়িতে বারী সিদ্দিকীর কুলখানি অনুষ্ঠিত হবে আজ

খ্যাতিমান সংগীতশিল্পী ও বাঁশিবাদক বারী সিদ্দিকীর কুলখানি অনুষ্ঠিত হবে আজ। তার বড় ছেলে সাব্বির সিদ্দিকী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নেত্রকোনায় বাউল বাড়িতে বাবা চিরনিদ্রায় শায়িত। তাই সেখানেই কুলখানির আয়োজন করা হয়েছে। বাবার বন্ধু, সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কুলখানিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। আজ বাদ আসর বারী সিদ্দিকীর আত্মার শান্তি কামনায় থাকছে দোয়া মাহফিল। এছাড়াও দিনব্যাপী কোরআনখানির আয়োজন করা হয়েছে। পাশাপাশি এতিম শিশুদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা রাখা হয়েছে। ধানমন্ডির ঈদগাহ মসজিদে বারী সিদ্দিকী নিয়মিত নামাজ পড়তেন। আসছে সপ্তাহে এই মসজিদে তার দ্বিতীয় কুলখানি অনুষ্ঠিত হবে বলে সাব্বির জানান। উল্লেখ্য, গত ২৪শে নভেম্বর লোকসংগীতের খ্যাতিমান এ শিল্পী ইন্তেকাল করেন।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com