ফের বিস্ফোরক উক্তি করলেন অভিনেত্রী গহনা বশিষ্ঠ। এবারও বিগ বস ১১-এর প্রতিযোগী আরশি খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ওই অভিনেত্রী। তিনি বলেন, ‘মাত্র ৫ হাজারের জন্যও বিকিয়ে যান আরশি খান। যে শহরে যখন তিনি যান, সেখানেই তার বন্ধু জুটে যায় কিংবা ‘স্বামী’ জুটে যায়।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন গহনা। তবে এই প্রথমবার নয়, এর আগেও মডেল অভিনেত্রী আরশি খানকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন ওই অভিনেত্রী।
ওই সময় তিনি দাবি করেন, আরশি খানের বেশ কিছু সেক্স ভিডিও তার কাছে রয়েছে। শুধু তাই নয়, আরশি ৫০ বছর বয়স্ক এক পাকিস্তানি ‘বুকি’কে(দালাল) বিয়ে করেছেন বলেও দাবি করেন ওই অভিনেত্রী। যদিও বিষয়টি ভিত্তিহীন বলেই দাবি করেছেন আরশি খান।
ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি আরশি খানের বাবা দাবি করেন, তার মেয়ে দাদা সম্পর্কে ক্যামেরার সামনে যে সব মন্তব্য করছেন, তা সত্যি নয়। দাদার ১৮টি বিয়ে বলেও আরশি যে দাবি করেন, তা মিথ্যে বলেও পাল্টা দাবি করেছেন তার বাবা। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়।