উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং শেষে গতকাল সোমবার ময়মনসিংহ থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খান ও শবনম বুবলী। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত টানা পাঁচ দিন শুটিং করেন তারা।
পরিচালক উত্তম আকাশ বলেন, আমরা বৃহস্পতিবার থেকে ময়মনসিংহে ছবির শুটিং করেছি। সোমবার আমরা শুটিং শেষে ঢাকায় ফিরেছি। ওখানে আমরা শাকিব ও বুবলীর আউটডোর সিক্যুয়েন্সের শুটিং করেছি। কিছুদিনের মধ্যে বাড়ির ভেতরের অংশের শুটিং করব।
উত্তম আকাশ জানান, এখন তারা শুটিং করবেন রাজধানীর উত্তরায়। তিনি বলেন, আমরা আগেই বাড়ি দেখে রেখেছিলাম। আমি বুধবার দেশের বাইরে যাচ্ছি, সেখানে থেকে ফিরব আগামী মাসের ৭ তারিখ। এরই মধ্যে শুটিংয়ের তারিখ ঠিক করে নেব।
ময়মনসিংহে শুটিং প্রসঙ্গে পরিচালক বলেন, যেহেতু সেখানে আমরা আউটডোর অংশের শুটিং করেছি, তাই খুব গোপনে শুটিং করার অবস্থা ছিল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর দর্শক ভিড় করেছেন। তবে আমার কাছে অনেক ভালো লেগেছে যে তারা কোনো সমস্যা করেননি; বরং আমাদের সহযোগিতা করেছেন। ময়মনসিংহের মানুষের আতিথেয়তা আমার মনে থাকবে অনেক দিন।
এই ছবির মাধ্যমে পঞ্চমবারের মতো জুটি বাঁধলেন শাকিব খান ও শবনম বুবলী। গত ৬ অক্টোবর এফডিসিতে এই ছবিটির শুটিং শুরু হয়।