web stats বলিউড তারকা দীপিকাকে বিয়ে করা নিয়ে মুখ খুললেন রণভীর..

সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮

বলিউড তারকা দীপিকাকে বিয়ে করা নিয়ে মুখ খুললেন রণভীর..

বলিউড তারকা রনভীর সিং ও দিপীকা পাডূকোনের ডুবে ডুবে জল খাওয়ার খবরটা মোটামুটি সবারই জানা। এই আলোচিত জুটি সম্প্রতি কাজ করেছেন সঞ্জয় লীলা বানশালির ইতিহাস নির্ভর ছবি ‘পদ্মাবতী’তে।

ছবিটি আটকে গেছে আন্দোলনের মুখে। তবে এরই মাঝে দীপিকার প্রতি নিজের প্রেম প্রকাশ করলেন রণভীর। দীপিকাকে বিয়ে করা নিয়ে মুখ খুললেন ।

সম্প্রতি ফিল্মফেয়ারে দেয়া এক সাক্ষাৎকারে রণভীর প্রকাশ্যে দীপিকাকে বিয়ে করা নিয়ে কথা বলেন। তার কাছে সাংবাদিকরা জানতে চান কবে বিয়ে করছেন, জবাবে রণভীর বলেন, ‘আপাতত কোনো চিন্তা নেই। দুজন একসঙ্গে আছি এটাই সবচেয়ে বড় ব্যাপার।’

তিনি দীপিকার প্রশংসা করে জানান, ‘দীপিকার মতো কাউকে পাশে পাওয়া মূলত ভাগ্যের ব্যাপার। আমার ধারনা দীপিকার চেয়ে চমৎকার কেউ হয় না। দীপিকা খুব সহজে সমস্যাগুলো বুঝে ফেলে এবং দুঃসময়ে সুস্থ মস্তিস্কে চিন্তা করতে পারে।’

‘পদ্মাবতী’ ছবিটিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করেছেন রণভীর সিং ও রানী পদ্মাবতির ভূমিকায় ছিলেন দিপিকা পাডূকোন। আর তার স্বামীর চরিত্রে আছেন শহিদ কাপুর।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com