web stats চেয়ারে বসে মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছেন আর তখন সানির গায়ে সাপ ছেড়ে দিলেন সহকর্মী, অতঃপর...

মঙ্গলবার, ১১ মে ২০২১, ২৮ বৈশাখ ১৪২৮

চেয়ারে বসে মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছেন আর তখন সানির গায়ে সাপ ছেড়ে দিলেন সহকর্মী, অতঃপর…

চেয়ারে বসে মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। আর তখন সানির গায়ে সাপ ছেড়ে দিলেন তার সহকর্মী।

অতঃপর, মাথা ঘুরাতেই দেখলেন কানের কাছে জীবন্ত সাপ ঝুলছে! মুহূর্তে সাপটি তার গায়ে এসে পড়ে। আকষ্মিক এমন ঘটনায় হকচকিয়ে যান এ অভিনেত্রী। চিৎকার দিয়ে চেয়ার থেকে উঠেই দেন দৌড়। আর পুরো ঘটনাটি ভিডিও ক্যামেরায় ধারণ করেন সানিরই এক সহকর্মী।

মূলত পুরো ঘটনাটি ছিল সাজানো। তবে সানি সে বিষয়ে অবগত ছিলেন না। ‘তেরা ইন্তেজার’ সিনেমাতে আরবাজ খানের বিপরীতে অভিনয় করছেন সানি। মুম্বাইয়ে সেই ছবির শুটিং চলছিল। এরই এক ফাঁকে চেয়ারে বসে স্ক্রিপ্টটি ঝালিয়ে নিচ্ছিলেন নায়িকা। এমন সময় তার চোখে পড়ে তার সামনে একটা আস্ত সাপ ঝুঁলছে।

দৃষ্টি পড়তেই সেটা সঙ্গে সঙ্গে তাঁর গায়ে এসে পড়ে। তারই এক সহকর্মী সাপটি তার গায়ে ছেড়ে দেন। আতঙ্কে চিৎকার করে চেয়ার থেকে লাফিয়ে ওঠেন। এরপরই সেই সহকর্মীকে তাড়া করেন সানি। যদিও শেষ দিকে তিনি আঁচ করতে পেরেছিলেন সাপটি নকল। আর ঘটনাটি ভিডিও করা হয়েছে। এরপর সানি নিজেই সেই ভিডিওটি ট্যুইটারে পোস্ট করেন।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com