সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ দলের কোচিং ছেড়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবির অনুরোধেও আসেন নি বাংলাদেশে।
আর বাংলাদেশ দলের কোচিং ছেড়েই তিনি যোগ দিয়েছেন শ্রীলঙ্কা দলের সাথে। আর বাংলাদেশ দল ছাড়ার পিছনে হাথুরেসিংহকে পিছন থেকে অনুপ্রানিত করেছেন কেবল একজনেই। আর তার কথা ধরেই বাংলাদেশ ছেড়েছেন হাথুরেসিংহে।
এসএলসিরই এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে, শ্রীলঙ্কা দলের কোচ হওয়ার জন্য হাতুরুসিংহেকে রাজি করিয়েছেন তাদের সহ-সভাপতি। ২০০৬ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের কোচ হিসেবে কাজ করার পর এই মাতিভানানই হাতুরুসিংহেকে শ্রীলঙ্কা ‘এ’ দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন।
পরবর্তীতে এখান থেকেই ২০১১ সালে মূল জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পান সাবেক এই লঙ্কান ওপেনার। ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের সহ-সভাপতির খুব কাছের লোক হাথুরুসিংহে। হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে তিনিই হাথুরুসিংহেকে রাজি করিয়েছেন। ’