web stats সালমান শাহ্ এর যে ছবির রিমেকে অভিনয় করতে যাচ্ছেন প্রয়াত নায়ক মান্নার ছেলে?

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২ ফাল্গুন ১৪২৭

সালমান শাহ্ এর যে ছবির রিমেকে অভিনয় করতে যাচ্ছেন প্রয়াত নায়ক মান্নার ছেলে?

জনপ্রিয় নায়ক সালমান শাহ এর ছবি এই ঘর এই সংসারের রিমেক হতে যাচ্ছে। আর এই ছবির মাধ্যমেই চলচ্চিত্রে আগমন ঘটতে যাচ্ছে প্রয়াত নায়ক মান্নার ছেলে সিয়াম ইলতিমাসের। অনেকদিন আগে থেকেই সিয়ামের বাংলা চলচ্চিত্রে আসার গুঞ্জন চলছিল। আর এই গুঞ্জনের অবসান করে অবশেষে চলচ্চিত্রে নাম লেখালেন তিনি।

জানা গেছে, ছবিটির কাজ শুরু হবে আসছে জানুয়ারিতে। কৃতাঞ্জলি কথাচিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করবেন মান্নার স্ত্রী শেলী। ছবিটি নির্মাণ করবেন মালেক আফসারী।

মালিক আফসারী বলেন, আমার ‘এই ঘর এই সংসার’ ছবির প্লট অনুসারে ছবিটি নির্মাণ করা হবে। এটা রিমেক হবে বলতে পারেন। এছাড়া ছবিতে নায়কের চরিত্রে সিয়াম নিশ্চিত। নায়িকা হিসেবে একেবারেই নতুন কাউকে নেব। যে মেয়েটি ভ্রু প্লাগ পর্যন্ত করেনি, কখনো মেকআপ নেয়নি, তেমন কাউকে।

সিয়াম বর্তমানে পড়াশোনার জন্য বিদেশে অবস্থান করছেন। জানুয়ারিতে ফেরার কথা রয়েছে তার।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com