web stats ভরপেটে খাওয়ার পর যে কাজগুলো করা একদম উচিত নয়, কাজগুলো করলে হতে পারে..

সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮

ভরপেটে খাওয়ার পর যে কাজগুলো করা একদম উচিত নয়, কাজগুলো করলে হতে পারে..

দুপুর বা রাতে ভরপেট খাওয়ার পর লম্বা একটা ভাতঘুম অথবা সিগারেটের ধোঁয়ায় সুখটান। এ অভ্যাস অনেকের কাছেই বড্ড সুখের। কিন্তু বাস্তবে এই অভ্যাস সুখের থেকে ‘অসুখ’ই বেশি ডেকে আনে। ঘুম বা সিগারেটের ধোঁয়ায় টান ছাড়াও এমন অনেক কাজ আছে যা কখনওই ভরা পেটে করা উচিত নয়। আসুন আমরা জেনে নেই খাওয়ার পর কোন কাজ গুলো করা উচিত নয়।

ঘুমনো: ভরপেট খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কখনওই ঘুমোতে যওয়া উচিত নয়। এতে খাবার সঠিক ভাবে হজম হয় না।

সিগারেট খাওয়া: ভরা পেটে একটা সিগারেট ১০টি সিগারেটের সমান ক্ষতি করে। খাবার পরে সিগারেটে সবসময় ‘নো। এখনই সিদ্ধান্ত নিন আর কখনো সিগারেট নয়।

গোসল : গোসল সব সময় খাবার আগেই করা উচিত। খাওয়ার পর গোসল করলে তা হজমের ক্ষতি করে।

ফল খাওয়া: ‘খালি পেটে জল আর ভরা পেটে ফল’। এই কথা আমরা ছোট থেকেই শুনে আসছি। কিন্তু চিকিৎসকদের মতে পেট ভরে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ফল খাওয়া ঠিক নয়। খাবার প্রায় ২ ঘণ্টা পর ফল খাওয়া উচিত। যদিও এটি নিয়ে বিতর্ক রয়েছে।

চা খাওয়া: ভরা পেটে চা খেলে চায়ের অ্যাসিটিক অ্যাসিড খাবার হজম হতে দেয় না। তাই খাওয়ার এক ঘন্টা আগে বা পরে চা খাওয়া উচিত নয়।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com