web stats ওমরসানি ও মৌসুমী রাজকীয় বেশে দর্শকের সামনে

সোমবার, ২১ জুন ২০২১, ৭ আষাঢ় ১৪২৮

ওমরসানি ও মৌসুমী রাজকীয় বেশে দর্শকের সামনে

রাজকীয় বেশে দর্শকের সামনে হাজির হলেন ঢালিউডের আলোচিত জুটি মৌসুমী-ওমর সানি। জমকালো গহনার সঙ্গে মৌসুমী পরেছেন মেরুন রঙের শাড়ি।
ওমর সানী পরেছেন পাগড়ির সঙ্গে সোনালি রঙের শেরওয়ানি। একটি ফ্যাশন হাউজের ফটোসেশনে অংশ নিতেই তাদের এমন সাজ।

মৌসুমী বলেন, এটা সত্যিই একটি আনন্দমুখর সন্ধ্যা ছিল। ফটোসেশনে সানী বর এবং আমাকে কনে সাজতে হয়। ভিন্ন ধরনের আয়োজনে এ কাজটি করে ভালো লেগেছে আমার।

ওমর সানী বলেন, প্রেম’স কালেকশনের একটি ফটোসেশনে আমি ও মৌসুমী অংশ নিয়েছিলাম। সামনে তাদের আয়োজনে এক ফ্যাশন শোতেও অংশ নিব আমরা। কাজটি করে বেশ ভালো লেগেছে।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com