web stats শাকিব খান বর্তমানে বয়স্কদের তালিকায় চলে গেছেন: ডিপজল

রবিবার, ১১ এপ্রিল ২০২১, ২৮ চৈত্র ১৪২৭

শাকিব খান বর্তমানে বয়স্কদের তালিকায় চলে গেছেন: ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। ফিরেই ‘পাথরের মন’ নামে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। গতকাল তিনি দেশের চিত্রনায়িকা সংকট এবং শাকিব খানের কিছু নেতিবাচক বিষয় নিয়ে কথা বলেন।

নায়িকা সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে এখন নায়িকা নেই, যাকে নিয়ে সিনেমা নির্মাণ করব। দেশে কিছু যুবক নায়ক রয়েছে। এদের নিয়ে কাজ করা যায়। নায়ক আছে নায়িকা নেই।’

এ সময় নায়ক হিসেবে শাকিব খানকে স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘শাকিব খান এখন বয়স্কদের তালিকায় চলে গেছে। তাকে নিয়ে এখন অনেকেই কাজ করতে চাচ্ছেন না। তিনি মানুষকে অনেক কষ্ট দেন। অনেক সিনিয়র শিল্পীকে তার জন্য শুটিং সেটে অপেক্ষা করতে হয়। এটা এখন আর কেউ মানতে চান না। ওকে নিয়ে জ্বালা, কষ্ট কেউ সহ্য করতে চান না।’

শরীরের বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘সবার দোয়ায় এখন ভালো আছি। ২৫ ডিসেম্বর আবার সিঙ্গাপুর যাব। ফিরে এসে ৫ জানুয়ারি থেকে নতুন সিনেমার কাজ শুরু করব।’

ডিপজল নেতিবাচক ও ইতিবাচক দুই ধরণের চরিত্রে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com