শোনা গিয়েছিল ক্যাটকে নাকি দেখা যাবে বাহুবলি তারকা প্রভাসের সঙ্গে। প্রভাসের আসন্ন ফিল্ম ‘সাহো’-তে নাকি ক্যাটরিনার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে তাঁকে। তা শুনে বেশ উচ্ছ্বসিত ছিলেন সিনেমা প্রেমীরা। কিন্তু না, তেমনটা হচ্ছে না। মানে ক্যাট ‘সাহো’তে অভিনয় করছেন না।
শোনা যাচ্ছে, ‘সাহো’তে প্রভাসের নায়িকা হচ্ছেন পূজা হেগড়ে। যিনি কিনা হৃতিক রোশনের বিপরীতে ‘মহেঞ্জাদারো’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন। কিন্তু ফ্লপ হয়েছিলেন এই নায়িকা।
তবে পূজা এর আগে দক্ষিণী ছবিতে কাজ করেছেন। তাঁকে দেখা গেছে তেলেগু ফিল্ম ‘মুকুণ্ডা’,’ওকা লায়লা কোসাম’-তে এবং তামিল ফিল্ম ‘মুগামোদী’তে। যদিও এখনও পর্যন্ত ‘সাহো’র প্রযোজক সংস্থার পক্ষ এবিষয়ে কোনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। কারণ তাঁর প্রভাসের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তিনি ফিরলেই এবিষয়ে ঘোষণা করা হতে পারে। প্রসঙ্গত, প্রভাস এখন আমেরিকায় ছুটি কাটাতে গেছেন।
শোনা যাচ্ছে, ‘সাহো’র জন্য নাকি শ্রদ্ধা কাপুর কিংবা দিশা পাঠানির কথাও ভাবেছিলেন ফিল্মের প্রযোজকরা। তবে শ্রদ্ধা নাকি ৮ কোটি টাকা চেয়েছিলেন। ফিল্মের প্রযোজক বলিউড হাঙ্গামাকে জানান, শ্রদ্ধা যখন ‘সাহো’র জন্য ৮ কোটি টাকা চান আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমরা তেলেগু ছবিতে নায়িকাদের এত টাকা দিই না। শ্রদ্ধা আমাদের জানান, তাঁর চিত্রনাট্য পছন্দ হয়েছে, প্রভাসের সঙ্গে কাজ করতেও তিনি চান, তবে টাকায় পোশাচ্ছে না বলে তিনি না করে দেন।
এরপর দিশা পাটানিকে প্রস্তাব করা হলেও তিনিও নাকি শ্রদ্ধার মতই বড় অঙ্কের টাকা চেয়ে বসেন। দিশা নাকি ৫ কোটি টাকা চেয়েছিলেন। আর এ কারণে নাকি ‘সাহো’র ফিল্ম নির্মাতারা আর কোনও বলিউড অভিনেত্রীকে কাজ করার প্রস্তাব দিতে সাহস করেননি। অগত্য পুজা হেগড়ের সঙ্গে কথা বলেন তাঁরা।শোনা গিয়েছিল ক্যাটকে নাকি দেখা যাবে বাহুবলি তারকা প্রভাসের সঙ্গে। প্রভাসের আসন্ন ফিল্ম ‘সাহো’-তে নাকি ক্যাটরিনার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে তাঁকে। তা শুনে বেশ উচ্ছ্বসিত ছিলেন সিনেমা প্রেমীরা। কিন্তু না, তেমনটা হচ্ছে না। মানে ক্যাট ‘সাহো’তে অভিনয় করছেন না।
শোনা যাচ্ছে, ‘সাহো’তে প্রভাসের নায়িকা হচ্ছেন পূজা হেগড়ে। যিনি কিনা হৃতিক রোশনের বিপরীতে ‘মহেঞ্জাদারো’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন। কিন্তু ফ্লপ হয়েছিলেন এই নায়িকা।
তবে পূজা এর আগে দক্ষিণী ছবিতে কাজ করেছেন। তাঁকে দেখা গেছে তেলেগু ফিল্ম ‘মুকুণ্ডা’,’ওকা লায়লা কোসাম’-তে এবং তামিল ফিল্ম ‘মুগামোদী’তে। যদিও এখনও পর্যন্ত ‘সাহো’র প্রযোজক সংস্থার পক্ষ এবিষয়ে কোনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। কারণ তাঁর প্রভাসের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তিনি ফিরলেই এবিষয়ে ঘোষণা করা হতে পারে। প্রসঙ্গত, প্রভাস এখন আমেরিকায় ছুটি কাটাতে গেছেন।
শোনা যাচ্ছে, ‘সাহো’র জন্য নাকি শ্রদ্ধা কাপুর কিংবা দিশা পাঠানির কথাও ভাবেছিলেন ফিল্মের প্রযোজকরা। তবে শ্রদ্ধা নাকি ৮ কোটি টাকা চেয়েছিলেন। ফিল্মের প্রযোজক বলিউড হাঙ্গামাকে জানান, শ্রদ্ধা যখন ‘সাহো’র জন্য ৮ কোটি টাকা চান আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমরা তেলেগু ছবিতে নায়িকাদের এত টাকা দিই না। শ্রদ্ধা আমাদের জানান, তাঁর চিত্রনাট্য পছন্দ হয়েছে, প্রভাসের সঙ্গে কাজ করতেও তিনি চান, তবে টাকায় পোশাচ্ছে না বলে তিনি না করে দেন।
এরপর দিশা পাটানিকে প্রস্তাব করা হলেও তিনিও নাকি শ্রদ্ধার মতই বড় অঙ্কের টাকা চেয়ে বসেন। দিশা নাকি ৫ কোটি টাকা চেয়েছিলেন। আর এ কারণে নাকি ‘সাহো’র ফিল্ম নির্মাতারা আর কোনও বলিউড অভিনেত্রীকে কাজ করার প্রস্তাব দিতে সাহস করেননি। অগত্য পুজা হেগড়ের সঙ্গে কথা বলেন তাঁরা।