অপেক্ষার পালা শেষ। এবারের বিশ্বসেরা সুন্দরী তথা ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট মাথায় উঠলো ভারতের তরুণী মানুষী চিল্লারের মাথায়। মেডিকেল কলেজের এ শিক্ষার্থী ভারতেরও সেরা সুন্দরী।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় চীনের সমুদ্র সৈকতের শহর সানইয়ায় জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিন্যালেতে ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জয়ের উচ্ছ্বাসে মাতেন মানুষী।