কথায় বলে সব ভাল, যার শেষ ভাল। তেমনটাই হল ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসির একটি পুলিশ স্টেশনে! স্বামীর ওপরে রাগ করে থানায় চলে গিয়েছিলেন এক স্ত্রী। পিছন পিছন হাজির স্বামীও।
স্ত্রীর অভিযোগ, প্রায়শয়ই তাদের মধ্যে ঝগড়া হয়, চলে মারামারিও। পরিস্থিতি অসহ্য হয়ে যাওয়াতেই তিনি স্বামীর ওপরে রাগ করে ঘর ছেড়েছেন। অভিযোগ শুনেই নড়েচড়ে বসেন স্বামী। রীতিমতো ফিল্মি কায়দায় নতজানু হয়ে গান গাইতে শুরু করেন স্বামী।
তার গলায় ‘বদলাপুর’ ফিল্মের ‘সিখা ম্যায়নে জিনা’ গানটি শুনে রাগ গলে জল স্ত্রীর। আর এদিকে তাজ্জব গোটা থানার পুলিশকর্মীরা। স্বামীর গান গাওয়া বিফলে যায়নি। ঘরে ফিরে গিয়েছেন স্ত্রী।
নিন্দুকেরা অবশ্য বলছেন, আইনি অভিযোগ দায়ের হওয়ার ভয়েই নাটক করেছেন স্বামী। তবে ঘটনাটির মধুরেণ সমাপয়েত্ হওয়াতে খুশি থানার পুলিশকর্মীরা। তাদের বক্তব্য, সব সমস্যারই যদি এভাবে সমাধান হতো, তাহলে কী ভালই না হতো।