অসুস্থ অবস্থায় দুই দিন আগে উদ্ধার করা হয় বিশাল আকৃতির ইগল পাখিটিকে। খবর পেয়ে বিভিন্ন এলাকার মানুষ পাখিটিকে দেখতে ভিড় করছে। ঘটনাটি দিনাজপুরের খানসামার ভেড়ভেড়ী গ্রামের। উদ্ধারকারী সিরাজুল ইসলাম জানান, গত বুধবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে পুকুরে পাখিটিকে দেখতে পান তিনি। এ সময় কাছে গিয়ে দেখেন, পাখিটি উড়তে পারছে না। ভীষণ অসুস্থ।
পরে পাখিটিকে উদ্ধার করে কচিরপাড়ার আকতারুল ইসলামের বাড়িতে রাখেন। আনুমানিক ১৫ কেজি ওজনের ইগলটি উদ্ধারের খবর শুনে আশপাশের বিভিন্ন এলাকার মানুষ দিন-রাত বাড়িটিতে ভিড় করছে। তিন ফুট উচ্চতার পাখিটির আট ফুট করে লম্বা দুটি ডানা আছে; কিন্তু অসুস্থ থাকায় উড়তে পারছে না।
আবু বক্কর গতকাল শুক্রবার জানান, রাতে (গত বৃহস্পতিবার) পাখিটিকে মাছ, পানি ও পাউরুটি খেতে দেওয়া হয়েছিল। এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। পাখিটিকে বর্তমানে বেঁধে রাখা হয়েছে। সুস্থ হলে অবমুক্ত করা হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন বলেন, পাখিটি উদ্ধারের দায়িত্ব বন বিভাগের। তাঁরা পাখিটিকে চিকিৎসা দিচ্ছেন।