সালমান শাহ । ছোট্ট একটি নাম। কিন্তু এই মানুষটি খুব অল্প দিনেই বাংলার কোটি মানুষের হ্নদয়ে স্থান দখল করে নিয়েছিল। জনপ্রিয় এই অভিনেতা বাংলা চলচ্চিত্রে এসেছিল অল্পদিনের জন্য। এরপর তাকে চলে যেতে হয়েছে না ফেরার দেশে। অল্প বয়সে আক্রুশের বলি হয়েছিল এই জনপ্রিয় নায়ক। বাংলার মানুষের অন্তরে এখনো বেঁচে আছেন সালমান শাহ।
তবে এখনো পর্যন্ত জানা যায়নি তার আসল খুনি কে। এদিকে আজ সালমান শাহর ফেইসবুক ফ্যান পেইজ থেকে জানা যায়, আসছে ২০শে নভেম্বর শ্রদ্ধেয় চির অমর রাজকুমার নায়ক সালমান শাহ (শাহরিয়ার চৌধুরী ইমন) ভাইয়ার হত্যার যে মামলা করা হয়েছিল, সেই হত্যা মামলার তদন্তভার যাদের উপর দেওয়া হয়েছিল সেই পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) রিপোর্ট পেশ করবেন এবং একই দিনে মামলার শুনানীর রায় ঘোষিত হবে।
উক্তদিনে সারা বাংলাদেশের সালমান শাহের যত ভক্ত আছে সকল ভক্তবৃন্দকে আদালত প্রাঙ্গনে হাজির হয়ে সালমান শাহ হত্যার বিচারের দাবীতে আন্দোলন তথা সমাবেশ চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। সালমান ভক্তরা অধির অপেক্ষায় আছেন প্রকৃত হত্যাকারী যে উপযুক্ত শাস্তি পাই।