web stats বিপিএলের ৫ম আসরে মাশরাফি-শুভাশীষ কান্ড নিয়ে মুখ খুললেন সাকিব

শনিবার, ২৩ জানুয়ারি ২০২১, ৯ মাঘ ১৪২৭

বিপিএলের ৫ম আসরে মাশরাফি-শুভাশীষ কান্ড নিয়ে মুখ খুললেন সাকিব

বিপিএলের ৫ম আসরে গতকাল ঘটে গেল একটি বিরল ঘটনা। এই ম্যাচে বাকবিতন্ডায় জড়িয়ে যান মাশরাফি-শুভাশীষ। তবে এই ব্যপারে দুই জন মিট্মাট করে ফেলেন সেইদিনই। শুভাশীষ ‘সরি’ বলেন মাশরাফিকেও। আর আজকে সাংবাদিকদের এইসব বিষয়ে সাকিব মুখ খুলেন।

সাকিব বলেন ,’‘খেলার মাঠে সিনিয়র-জুনিয়র কিছু আছে বলে আমার মনে হয় না। প্রতিপক্ষকে প্রতিপক্ষ হিসেবে দেখাই ভালো। আর মাঠেরটা মাঠে থাকাটাই ভালো। এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছুই না। সেই হিসেব করলে বিরাট কোহলিও

আমার জুনিয়র। কিন্তু খেলার মাঠে আমরা একজন অপরের প্রতিপক্ষ। ‘এই বিষয়টি নিয়ে পরে অবশ্য ভিডীওতে আসেন তাসকিন। ভিডিওতে প্রথমে তাসকিন বলেন, আজকে আমরা একটা মজার ম্যাচ জিতেছি। তার মধ্যে শুভাশিস ভাই একটা ইনসিডেন্ট ঘটিয়েছেন। যা আসলে খেলার মাঠে ভুল হয়ে গিয়েছিলো। সে বিষয়ে শুভাশিস ভাই কিছু বলতে চায়। পরে মাশরাফি বলেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আর ও (শুভাশিস) পুরোপুরি ঠিক আছি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com