সহজ কাজ যে কত কঠিন হতে পারে তা হযরত আলী (রা.) এর বাণী পড়লেই বোঝা যায়। নিচে হযরত আলী (রা.) এর মতে ইসলামের সবচেয়ে কঠিন তিনটি আমলের কথা বর্ণনা করা হলো-
তিনটি আমল অত্যন্ত কঠিন ”
১. প্রচন্ড রাগের সময় কাউকে ক্ষমা করা।
২. নিদারুণ অভাব থাকা সত্ত্বেও মানুষকে দান করা।
৩. একান্ত নির্জনতায় নিজেকে পাপ থেকে বিরত রাখা।
[হযরত আলী রাঃ]