web stats চলনবিলে নৌকা বাইচ উৎসব

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২ আশ্বিন ১৪২৭

চলনবিলে নৌকা বাইচ উৎসব

চলনবিলে নৌকা বাইচ উৎসব

চলনবিলের আত্রাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নাটোরের সিংড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতায় ৬ টি দল অংশ নেয়। বিভিন্ন এলাকা হতে শত শত নৌকায় মানুষ বাইচ দেখতে নদীতে ভীড় জমায়। নদীর দুধারে দুই কিলোমিটার এলাকার হাজার হাজার মানুষ উৎসব মূখর পরিবেশে নৌকা বাইচ উপভোগ করে।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদের সভাপতিত্বে নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার হিসেবে ফ্রিজ তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড, ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com