রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শরিফ আহমেদ সাগর (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
রোববার দিবাগত রাত ১টার দিকে খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ বিয়ষটি নিশ্চিত করেছেন।
নিহত শরিফের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায়। তিনি সুপ্রিম কোর্টে একজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। স্ত্রী রুনা আক্তারকে নিয়ে ঢাকাতেই থাকতেন তিনি।
এ ব্যাপারে শরিফের স্বজন বাপ্পা জানান, দুর্ঘটনার পর একজন রিকশাচালক শরিফ আহমেদকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।