web stats খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, ৯ আশ্বিন ১৪২৭

খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শরিফ আহমেদ সাগর (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

রোববার দিবাগত রাত ১টার দিকে খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ বিয়ষটি নিশ্চিত করেছেন।

নিহত শরিফের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায়। তিনি সুপ্রিম কোর্টে একজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। স্ত্রী রুনা আক্তারকে নিয়ে ঢাকাতেই থাকতেন তিনি।

এ ব্যাপারে শরিফের স্বজন বাপ্পা জানান, দুর্ঘটনার পর একজন রিকশাচালক শরিফ আহমেদকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com