যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রিজেন্ট এর সদস্য নির্বাচিত হওয়ায় কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের আয়োজনে সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় কলেজের অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ও সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। কলেজের প্রভাষক অলিউর রহমানের স ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কলেজের জিবি সদস্য ডাঃ মিলন কুমার ঘোষ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংসদ সদস্য এস এম জগলুল হায়দার মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত কম্বল কলেজের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক আরাফাত আলী প্রমুখ। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক ছাত্রীরা উপস্থিত ছিলেন।