জেলা প্রতিনিধি: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (RAKUB) এর এসইসিপি প্রকল্পে অসচ্ছ ও অবৈধ নিয়োগ বাণিজ্যে দেড় কোটি টাকা আত্মসাৎ সহ জ্ঞাত আয় বহির্ভূত কোটি কোটি টাকা ও সম্পদ অর্জনের রমরমা ব্যবসা সহ ডজন খানেক দূর্ণীতির অভিযোগ উঠেছে ব্যাংকটির ডিজিএম ও এসইসিপি প্রকল্প পরিচালক ফয়ছুল ইসলামের বিরুদ্ধে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর এসইসিপি প্রকল্পে কর্মরত রাজশাহী বিভাগের ৮ জেলার ৪২ কর্মকর্তা স্বাক্ষরিত তথ্য সংযুক্তিসহ ৩২ পৃষ্ঠার লিখিত অভিযোগটি দূর্ণীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে, যার অনুলিপি প্রধান মন্ত্রীর কার্যালয় , অর্থ মন্ত্রী, অর্থ মন্ত্রনালয়ের সচিব, দুদক রাজশাহী বিভাগ ও জেলা পরিচালক সহ স্থানীয় ও জাতীয় পত্রিকার সম্পাদকদের কাছেও পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগে ১৪ জন ফিল্ড অফিসার নিয়োগ প্রক্রিয়ায় অসচ্ছতা ও নিয়োগপ্রাপ্তদের কাছে জন প্রতি ১০-১২ লক্ষ টাকা ঘুষ গ্রহন, চাকরি স্থায়ী,পদন্নোতির প্রলোভন ও বরখাস্ত করে পূনর্বহাল করার জন্য উৎকোচ গ্রহন, কমিশন নিয়ে নিয়ম বহির্ভূত ৫ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান, সরকারী নিয়ম উপেক্ষা করে নিজ সিদ্ধান্তে নিয়োগ প্রদান, নতুন মাঠ কর্মকর্তাদের ২৩ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা বেতন নির্ধারণ, লজিস্টিক অফিসারের বন্ধ সিমে ৩ বছরের বিল প্রদান, বোর্ড মিটিং না করে নিজের সম্মানি ও ভুয়া বিল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়াসহ প্রায় ডজন খানেক দূর্ণীতি ও তার তথ্য প্রমানের কাগজ পত্র দাখিল করেছেন তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিজিএম ফয়ছুল ইসলাম বলেন, “দূর্ণীতির দায়ে চাকরিচ্যুত কতিপয় কর্মকর্তা আমার বিরুদ্ধে অপ-প্রচার ও সম্মান হানির উদ্দেশ্যে এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে”।