বুধবার ছিল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনের নমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। মোট ১৭ টি নমিনেশন ফর্ম বিক্রি হয়েছে। ফর্মের মূল্য ছিলো ২৫ হাজার টাকা। মোট ৪ লক্ষ ২৫ হাজার টাকার নমিনেশন ফর্ম বিক্রি হয়েছে।
শিক্ষক প্রতিনিধি হিসেবে মোট ০৭ টি এবং অভিভাবক প্রতিনিধির ১০ টি নমিনেশন ফর্ম বিক্রি হয়েছে। শিক্ষক প্রতিনিধি হিসেবে নমিনেশন ফর্ম কিনেছেন মোঃ ফয়সল শামীম , উত্তম কুমার হাজরা, মোঃ মুক্তার হোসেন, ইব্রাহিম খলিল, আ ন ম শামসুল আলম, শ্যামলী হোসেন ও চাদনি রহমান।
উল্লেখ্য গত ৬ সেপ্টেম্বর ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষনা করা হয় এবং নির্বাচন হবে ২৮ সেপ্টেস্বর।