web stats অতিরিক্ত টিভি দেখা ডেকে আনতে পারে বন্ধ্যাত্ব।

শনিবার, ১১ জুলাই ২০২০, ২৭ আষাঢ় ১৪২৭

অতিরিক্ত টিভি দেখা ডেকে আনতে পারে বন্ধ্যাত্ব।

খুব টিভি দেখছেন? তাহলে এখনই সাবধান হোন। সাম্প্রতিক গবেষণা পুরুষদের জন্য শোনাচ্ছে এক সতর্কবাণী। আমেরিকান জার্নাল অফ এপিডেমিওলজিতে প্রকাশিত এক গবেষণা বলছে, অতিরিক্ত টিভি দেখলে পুরুষদের মধ্যে দেখা দিতে পারে বন্ধ্যাত্ব।

টিভি দেখা কীভাবে পুরুষদের মধ্যে বন্ধ্যাত্ব ডেকে আনতে পারে?

গবেষণা বলছে, কোনও পুরুষ যদি দিনে ৫ ঘণ্টার বেশি টিভি দেখেন, তবে তাঁর স্পার্ম কাউন্ট কমতে থাকে। কারণ, মাত্রাতিরিক্ত টিভি দেখায় শরীরের মধ্যে একটা আলসেমি ভাব আসে। একইসঙ্গে অনেকেরই টিভি দেখতে দেখতে হাই-ক্যালোরি জাঙ্ক ফুড খাওয়ার নেশা থাকে। এই দুইয়ের ক্ষতিকর প্রভাব পড়ে স্পার্ম কাউন্টে। সমীক্ষায় দেখা গেছে, যাঁরা দিনে ৫ ঘণ্টার বেশি টিভিতে আসক্ত, তাঁদের স্পার্ম কাউন্ট অন্যদের থেকে প্রায় ৩৮ শতাংশ কম।

পাশাপাশি গবেষণায় আরও বলা হয়েছে, কাজ, খেলাধুলো, যোগব্যায়াম প্রভৃতি সবকিছু মিলিয়ে যেসব পুরুষ দিনে ১৫ ঘণ্টা শারীরিকভাবে সক্রিয়, তাঁদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট শারীরিকভাবে নিষ্ক্রিয়দের থেকে তিন-চতুর্থাংশ বেশি হয়। তবে অত্যধিক শারীরিক পরিশ্রমও আবার শরীরের পক্ষে খারাপ। কারণ, অত্যধিক শারীরিক পরিশ্রমেও শুক্রাণু কোষের মৃত্যু ঘটে।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com