web stats এরশাদকে রংপুরেই দাফন করা হবে : জি এম কাদের

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬

এরশাদকে রংপুরেই দাফন করা হবে : জি এম কাদের

রংপুরবাসীর প্রবল দাবির মুখে সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদকে রংপুরেই দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ মঙ্গলবার রংপুরে জানাজা শেষে এই সিদ্ধান্তের কথা জানান জি এম কাদের।

এর আগে জানাযার মাঠ থেকে লাশবাহী গাড়িটি রংপুরের পল্লী নিবাস ক্যাম্পাসের লিচু বাগানের দিকে রওনা হয়। মঙ্গলবার বেলা ২টা ২৯ মিনিটে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয় তার জানাজা।

জানাজা শেষে সর্বস্তরের নেতাকর্মীরা এরশাদের লাশে শ্রদ্ধা জানান। প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে সর্বস্তরের জনতার ঢল নামে। এরশাদের জানাজায় ইমামতি করেন রংপুর করিমিয়া নুরুল উলুম মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা মুহম্মদ ইদ্রিস আলী। জানাজা শুরু হয় দুপুর ২টা ২৭ মিনিটে। শেষ হয় ২টা ২৯ মিনিটে।

Loading...

এই বিভাগের আরো খবর


Loading…

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com