web stats কবরের উপর গাছ লাগানো যাবে কি?

শনিবার, ১১ জুলাই ২০২০, ২৭ আষাঢ় ১৪২৭

কবরের উপর গাছ লাগানো যাবে কি?

আমাদের সমাজে অনেক সময় দেখা যায় মৃত ব্যাক্তির কবরের উপরে বিভিন্ন ধরনের গাছ লাগাতে। বিভিন্ন বিশ্বাস থেকেই এই চিরাচরিত প্রথা চলে আসছে প্রাচীনকাল থেকেই।

তবে এই বিশ্বাস অথবা নিয়ম নিয়ে কিছু বিভ্রান্তিকর কথাও প্রচলিত আছে । আমাদের সবারই উচিৎ ব্যাক্তি জীবনে বিভিন্ন রকম বিভ্রান্তি এড়িয়ে ইসলামের সঠিক নির্দেশনা জানা । আসলেই কবরের উপরে গাছ লাগানোর নির্দেশনায় ইসলাম কি বলে সেটা জানাতেই সময়ের কণ্ঠস্বরের পাঠকদের জন্য একটি বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে প্রচারিত ইসলামী প্রশ্ন-উত্তর বিভাগ থেকে এই ফিচারটি সংকলিত । এই অনুষ্ঠানে দর্শকদের জীবন ঘনিষ্ঠও বিভিন্ন বিষয়ে ইসলামের আলোকে উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

সম্প্রতি এমন একটি অনুষ্ঠানে একজন দর্শক প্রশ্ন করেছিলেন, ‘ অনেকেই বলেন কবরের ওপর কোনো গাছ থাকলে ওই গাছের পাতা যে জিকির করে তার সওয়াব নাকি কবরবাসী পেয়ে থাকে। তাহলে কবরের ওপর ছোট-বড় কোনো গাছ লাগানো যাবে কি?’ উত্তরে আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ বলেন , কবরের ওপর গাছ লাগানো জায়েজ। কিন্তু আপনি যেটা আগে শুনেছেন, সেটা শুদ্ধ নয়। এটি শোনা কথা। হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। যদি কবরের ওপর গাছ থাকে, সেই গাছ জিকির করে আর এই জিকিরের কারণে জিকিরের সওয়াবগুলো কবরবাসী যাঁরা আছেন, তাঁরা পেয়ে যান—এই ধরনের বক্তব্য শুদ্ধ নয়। তবে কবরের ওপর গাছ লাগানো নাজায়েজ নয়, জায়েজ।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com