web stats লাইফ সাপোর্টে থাকা এরশাদ এখন কোমায়

শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

লাইফ সাপোর্টে থাকা এরশাদ এখন কোমায়

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কোমায় গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া চারটায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়ার পর সন্ধ্যায় কোমায় চলে যান তিনি। জাপা মহসচিব মসিউর রহমান রাঙ্গা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে এরশাদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আজ সকাল থেকে এরশাদের অবস্থার অবনতি হয়। আজ ৪ জুলাই বৃহস্পতিবার বিকাল সোয়া চারটায় তাকে লাইফসাপোর্টে নেয়া হয় জাতীয় পার্টির সূত্রে জানা গেছে।

এদিকে দলটির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ এর অবস্থার কোন উন্নতি হয়নি। বেশ কয়েকদিন ধরেই তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে, এটাও এক ধরনের লাইফ সাপোর্ট।

অপরদিকে আজ দুপুরে জাতীয় পার্টির বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফকালে তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন, রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার অবস্থা নেই।

তবে উন্নতির আশা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এসময় এরশাদের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

গত ২২ জুন বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিএমএইচে নেয়া হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এরশাদের রক্তে হিমোগ্লোবিনের সমস্যা ধরা পড়ে।

দুই দফায় সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে এলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এই দফায় সিএমএইচে ভর্তি হলে এরশাদের ফুসফুস ও কিডনিতে সংক্রমণ ধরা পড়ে।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com