web stats ভবন থেকে পড়ন্ত শিশুকে শূন্যে আঁকড়ে ধরল কিশোর! (ভিডিও)

রবিবার, ১৭ নভেম্বর ২০১৯, ২ অগ্রহায়ণ ১৪২৬

ভবন থেকে পড়ন্ত শিশুকে শূন্যে আঁকড়ে ধরল কিশোর! (ভিডিও)

ভবনের ওপর থেকে পড়ে যাওয়া শিশুকে শূন্যে ধরে ফেলে এক কিশোর। এতে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে যায় ওই শিশু। তুরস্কের ইস্তানবুলে ফাতিহ জেলায় এ ঘটনা ঘটে।

এবিসি নিউজ জানায়,গত সপ্তাহের এই ঘটনার ভিডিওটি ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে।

জানা যায়, ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যায় দুই বছর বয়সী শিশুকন্যা ফেওজি জাবাত। সে সময় এ ঘটনা খেয়াল করে নিচে দাঁড়িয়ে থাকা ১৭ বছর বয়সী দোহা মোহাম্মদ। মাটিতে পড়ার আগে শূন্যে আঁকড়ে ধরে শিশু ফেওজিকে বাঁচায় দোহা।

সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। পরবর্তীতে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ওই শিশুর বাবা আলজেরিয়ার নাগরিক। শরণার্থী হিসেবে তুরস্কে আশ্রয় নিয়েছেন তিনি। পেশায় তিনি একজন শ্রমিক। ঘটনাটি ঘটার সময় তার স্ত্রী রান্নায় ব্যস্ত ছিলেন।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com