web stats ব্রিজ ভেঙে খালে পড়ে যায় ট্রেনের বগি, উদ্ধার অভিযান চলছে

বৃহস্পতিবার, ২৮ মে ২০২০, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৭

ব্রিজ ভেঙে খালে পড়ে যায় ট্রেনের বগি, উদ্ধার অভিযান চলছে

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্ত নগর উপবন এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। রোববার রাত পৌনে ১২টার দিকে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়।

এ পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

মৌলভীবাজারের কুলাউড়ায় বরমচর সেতু ভেঙে এ ট্রেন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্য ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে সময় নিউজকে জানিয়েছেন স্থানীয় পুলিশ সুপার।

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার বহু হতাহতের শঙ্কা রয়েছে। মৃত্যুর সংখ্যাও বাড়তে।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com