web stats বিয়ের মঞ্চ ভেঙে মির্জা ফখরুলসহ ৫ বিএনপি নেতা আহত

শনিবার, ১৯ অক্টোবর ২০১৯, ৪ কার্তিক ১৪২৬

বিয়ের মঞ্চ ভেঙে মির্জা ফখরুলসহ ৫ বিএনপি নেতা আহত

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে আহত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ দলটির বেশ কয়েকজন নেতা।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রাজবাড়ী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ খৈয়ামের ছেল অরকো নেওয়াজ মাহমুদের বিয়েতে এ ঘটনা ঘটে। কনের নাম জান্নাতুল ফেরদৌস।

জানা গেছে, বিয়ের মঞ্চে উঠে অতিথির সঙ্গে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন দলটির নেতাকর্মীরা। এ সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ দলটির সিনিয়র বেশ কয়েকজন নেতা আহত হন।

এ ব্যাপরে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, এটা তেমন বড় কোনো ঘটনা নয়। ছবি তোলার সময় অনেক লোক একসঙ্গে মঞ্চে উঠায় এমন হয়েছে। ঘটনার পরপরই নেতাকর্মীরা আমাদের প্রাথমিক চিকিৎসা করান।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com