web stats জেনে নিন, হাতে টাকা না জমার কিছু কারণ

শনিবার, ১৯ অক্টোবর ২০১৯, ৪ কার্তিক ১৪২৬

জেনে নিন, হাতে টাকা না জমার কিছু কারণ

হাতে টাকা জমছে না! দেখুন তো আপনার বাড়িতে এই জিনিসগুলি ঠিক আছে কি না? ভারতীয় বাস্তুশাস্ত্র জানাচ্ছে, আপনার বাড়িতে এমন কিছু বিষয় থেকে যাচ্ছে, যা অর্থ সঞ্চয়ে বাধা দেয়।

মাস গেলে কম টাকা হাতে আসে না। কিন্তু মাস ফুরনোর আগেই দেখেন সব টাকাই ফুরুৎ হয়ে গিয়েছে। যত্র আয় তত্র ব্যয়— বলে নিজেকে প্রবোধ দেন। কিন্তু তাতে কি আর সমস্যার সমাধান ঘটে? ভারতীয় বাস্তুশাস্ত্র জানাচ্ছে, আপনার বাড়িতে এমন কিছু বিষয় থেকে যাচ্ছে, যা অর্থ সঞ্চয়ে বাধা দেয়। দেখে নেওয়া যেতে পারে, বাস্তুশাস্ত্র মতে কোন বস্তুগুলি আপনার সঞ্চয়ে বাধা।

• বাড়িতে এমন তালা রয়েছে কি, যার চাবি হারিয়ে গিয়েছে? তা হলে তা এক্ষুনি দূর করুন। কারণ এমন চাবিহীন তালা অর্থ সঞ্চয়ের পরিপন্থী।

• বাড়িতে বা বাড়ির বাগানে এমন কোনও গাছ রয়েছে কি, যা শুকিয়ে এসেছে? এ থেকে নেগেটিভ এনার্জি নির্গত হয়, যা অর্থ সঞ্চয় ঘটতে দেয় না।

• আপনার পার্স বা মানিব্যাগটি কি ছিঁড়ে এসেছে? তা হলে এক্ষুনি তা বদলান।

• বাড়িতে ভাঙা বাসন কি জমছে? এতেও কিন্তু অর্থ সঞ্চয় বাধা পাবে।

• ভাঙা আয়নাও একই রকম ক্ষতিকারক। পারলে এখুনি বিদেয় করুন।

• নকল টাকা কখনওই কাছে রাখবেন না। এমনকী বাচ্চাদের খেলার জন্য তৈরি টাকাও। নকল টাকা আপনাকে আসল টাকা জমাতে বাধা দেবে।-এবেলা

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com