বুধবার রাতেই দক্ষিণ আফ্রিকার বিমান ধরেছে কোহলি অ্যান্ড কোং৷ প্রোটিয়া সফরে টিম ইন্ডিয়ার সঙ্গী ভারতীয় ক্রিকেটের ‘ফাস্ট লেডি’৷
অনুশকার কাছে এটা দ্বিতীয় মধুচন্দ্রিমা! ইতালিতে বিয়ের পর ফিনল্যান্ডে অল্প কয়েকদিনের হনিমুনের পর দীর্ঘ দু’ মাসের জন্য দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় মধুচন্দ্রিমার জন্য রওনা হলেন বিরুশকা৷আফ্রিকান সাফারিতে ‘সেকেন্ড হনিমুন’ বিরুশকার ।