web stats ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

শুক্রবার, ২৪ মে ২০১৯, ১০ জ্যৈষ্ঠ ১৪২৬

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যায় কমপক্ষে ৫০ জনের প্রাণহানি ঘটেছে। একই ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরো ২১ জন। রোববার স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতপো পুরউয়ো নুগ্রহ একটি বিবৃতিতে জানায়, শনিবার প্রবল বৃষ্টিতে পাপুয়া প্রদেশের রাজধানী জায়াপুরার কাছে অবস্থিত সেন্টানি শহরে আকস্মিক বন্যা আঘাত হানে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বন্যায় পাপুয়া প্রদেশের প্রধান বিমানবন্দরে থাকা ছোট একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৯ টি বাড়ি এবং দুটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এই বিভাগের আরো খবর