web stats বলিউডে পর্দার আড়ালে অনেক কিছুই ঘটে: ফাতিমা সানা

বুধবার, ৩ জুন ২০২০, ২০ জ্যৈষ্ঠ ১৪২৭

বলিউডে পর্দার আড়ালে অনেক কিছুই ঘটে: ফাতিমা সানা

বলিউডে যৌন হেনস্থা নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ । যৌন হেনস্থা নিয়েতনুশ্রী দত্ত থেকে শুরু, এরপর অনেক খ্যাতনামা অভিনেত্রী, গায়িকা ও মডেল যৌন হেনস্থার অভিযোগ উঠেছে অনেক নামি অভিনেতা, প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে। কিন্তু এ বিষয়ে নিজের অভিজ্ঞতা জানাতে রাজি নন ‘দাঙ্গাল’খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ।

‘দাঙ্গাল’ এর পর আলোচিত ‘থাগস অব হিন্দুস্থান’ ছবিতে অভিনয় করেও আলোচনায় আসেন তিনি। যৌন হেনস্থা নিয়ে সম্প্রতি নিজের মত প্রকাশ করেছেন তিনি। ফাতিমা বলেন, জীবনের এই দিকটা আমি প্রকাশ করতে চাই না। আমার এ অভিজ্ঞতা হয়েছে এবং আমার কাছের লোকজনের সঙ্গে কথা বলেছি।

যারা নিজেদের এই ভয়ানক গল্পগুলো জানাতে চান আমি তাদের বিচার করতে চাই না। আর নিজের অভিজ্ঞতা না বলার জন্য আমিও চাই না আমাকে নিয়ে কথা উঠুক।

ফাতিমা আরও বলেন, এখন হেনস্থাকারীরা লোকলজ্জার ভয়ের মধ্যে আছে এবং বলিউড তাদের পরিত্যাগ করেছে। বহু বছর আমরা এটাকে খুব হালকাভাবে নিয়েছিলাম। আর এ কারণে নারীরাও এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে বাধ্য হয়েছিল। পর্দার আড়ালে অনেক কিছু ঘটে। কিন্তু সব কিছু প্রকাশ করা যায় না। উচিতও নয়। আমি সেটাই মনে করি।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com