web stats শনিবার রাতেই দেশে ফিরছেন মুশফিক-তামিমরা

শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯, ৮ ভাদ্র ১৪২৬

শনিবার রাতেই দেশে ফিরছেন মুশফিক-তামিমরা

শনিবার রাতেই দেশে ফিরছে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার সকাল থেকে শুরু হওয়ার কথা ছিল ক্রাইস্টচার্চ টেস্ট। কিন্তু ওই দিনই শহর ছাড়ছে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় শেষ টেস্ট বাতিল হওয়ার পর দলকে দ্রুত নিউজিল্যান্ড ত্যাগ করানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ঘটনার আকস্মিকতার পর হোটেলবন্দি ছিলেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ফেরাতে দ্রুত ব্যবস্থা নেয়। সরকারি পর্যায়েও যোগাযোগ করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

টিম ম্যানেজার পাইলট জানান, শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় ফ্লাইটে ওঠবেন সবাই। আর বাংলাদেশ পৌঁছবেন রাত ১০:৪০ মিনিটে।

এর আগে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব বাংলাদেশে ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। দুদেশের উচ্চ পর্যায়ে কথা বলে সেই ব্যবস্থা করা হচ্ছে।

শুক্রবার জুমার নামাজের আগে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে নিহত হয় ৪৯ জন। দুই মসজিদের একটি, আল নূর মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বাংলাদেশ দল যেখানে অনুশীলন করছিল, সেই হ্যাগলি ওভালের কাছেই আল নূর মসজিদ। অল্পের জন্য দল রক্ষা পায় হামলার শিকার হওয়া থেকে।

Loading...

এই বিভাগের আরো খবর


Loading…

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com