web stats মাত্র ১ টাকায় বুফে খাবার!

শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬

মাত্র ১ টাকায় বুফে খাবার!

অনেকের কাছে বিষয়টি অবাস্তব মনে হতে পারে। কিন্তু এটাই সত্যি! বিদ্যানন্দ ফাউন্ডেশন পথশিশুরের জন্য ১টাকায় বাফেট লাঞ্চের আয়োজন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেসকল ছবি।

এইসব ছবিতে দেখা যাচ্ছে, শহরের খোলা জায়গায় মাছ-মুরগীর এক ডজন আইটেম, আর সেগুলোর সামনে ক্ষুধার্ত পথশিশুরা ইচ্ছামতো নিচ্ছে পছন্দের আইটেম।আর এসব খাবার পেয়ে পথশিশুদের আহা কী আনন্দ!

বিদ্যানন্দের কর্মীরা হাসি মুখে পথশিশুদের জন্য খাবার বিতরণ করে যাচ্ছে। শিশুরা কেউ পছন্দের মাছ নিয়েছে চার পিস, কেউ ভাত ছাড়া প্লেটে শুধুই মুরগীর বড় পিসগুলো বেছে নিয়েছে। সুস্বাদু খাবার পেয়ে সবাই দিশেহারা।

Loading...

এই বিভাগের আরো খবর


Loading…

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com