web stats প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে অন্তসত্ত্বা প্রেমিকা

রবিবার, ১৯ মে ২০১৯, ৫ জ্যৈষ্ঠ ১৪২৬

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে অন্তসত্ত্বা প্রেমিকা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিয়ের দাবিতে এক প্রেমিকের বাড়িতে অনশন করছেন অন্তঃসত্ত্বা প্রেমিকা রুনা আক্তার (১৯)।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা চরজাঙ্গালিয়া গ্রামের মিয়াপাড়া এলাকায় এমন ঘটনা ঘটেছে।

অনশনরত প্রেমিকা জানান, প্রতিবেশী আবদুস সহিদের ছেলে সজিবের (২১) বিয়ের প্রস্তাবে তার সঙ্গে প্রেম করেন। এক সময় দুজনে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়লে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। কিন্তু এখন বিয়ে করতে রাজি না হওয়ায় বিয়ের দাবিতে অনশন করছেন তিনি। বিয়ের দাবি না মানা পর্যন্ত এই অনশন চালিয়ে যাবেন তিনি।

এদিকে ঘটনার পর থেকেই প্রেমিক সজিব পলাতক আছেন। তাকে একাধিকবার মুঠোফনে কল দিয়েও পাওয়া যায়নি। তার মুঠোফনও বন্ধ পাওয়া যায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর